বিজ্ঞাপন

নিরব হকি সরব এশিয়ান গেমস মিশনে

January 12, 2018 | 8:07 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

শীতের বিকেলেই হকি পাড়া সরগরম। দুই মাস ধরে মাঠের বাইরে থাকা হকি খেলোয়াড়দের পদচারণায় জেগে উঠেছে হকি প্রাঙ্গন। সদ্য ঘোষিত আহবায়ক কমিটির আব্দুস সাদেকসহ কয়েকজন কর্মকর্তারও পা পড়েছে মাঠে। জবুথবু হয়ে দাঁড়িয়ে আছেন অসীম-আশরাফুলরা। এবার মিশনটা এশিয়ান গেমস।

অনাবাসিক ক্যাম্পে যোগ দিতেই আজ বিকালে রিপোর্টিং করেছে লাল-সবুজ বাহিনী। কোচ মাহবুব হারুনসহ সহকারীরাও উপস্থিত। সন্ধ্যার আগে ৫টায় খেলোয়াড়দের নিয়ে মিটিংয়ে চলে গেলেন হারুন। মিশনটা এবার জোরদার করেই ধরতে চান তিনি।

সেই উদ্দেশে ৩৮ জনের খেলোয়াড় তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। জিমি ছাড়া মোটামুটি সবাই এসেছেন। স্কোয়াডে নতুন মুখ মনোজ বাবু। নিজেকে প্রমাণ করতে চান তিনি। সুযোগ পেলে ভালো করবার ইচ্ছা আছে তার।

বিজ্ঞাপন

আসন্ন এশিয়ান গেমসের মিশনকে সামনে নিয়ে আগাম প্রস্তুতি নিতে চলেছে ফেডারেশন। বাছাই পর্বের প্রস্তুতির জন্য ৪জন গোলরক্ষক, ১২জন ডিফেন্ডার, ১২জন মিডফিল্ডার ও ১০জন আক্রমণভাগের খেলোয়াড়কে নিয়ে তিনদিন পর শুক্রবার এ অনাবাসিক ক্যাম্প শুরু হবে।

এই সুযোগে ‘নিরব’ ফেডারেশন সরব হওয়ার সুযোগ পাচ্ছে। লিগ পিছিয়ে নতুন চ্যালেঞ্জে দুই মাস পর মাঠে নামতে চলেছে জিমি-জাহিদরা। বাছাইপর্বের জন্য প্রস্তুতির সময় পাচ্ছে দুই মাস। মার্চে ওমানে এশিয়ান গেমসের বাছাইপর্ব। ৮ আগস্ট থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে মূলপর্ব।

বিজ্ঞাপন

সবশেষ অক্টোবরে এশিয়া কাপে প্রধান কোচ হিসেবে জিমিদের দায়িত্বে থাকা মাহবুব হারুনের কাঁধেই থাকছে এশিয়ান গেমস মিশন। তার সঙ্গে সহকারী হিসেবে থাকছেন জহিরুল ইসলাম মিতুল ও মোঃ আশিকুজ্জামান।

তবে, আরেকটি বিষয় হকি মহলে আলোচিত হচ্ছে। তিন মাস কমিটির মেয়াদ। এর মধ্যেই দিতে হবে নির্বাচন। হকির অচলাবস্থা কাটাতে নির্বাচন কি দেবে কমিটি? জানালেন কমিটির সদ্য সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত আব্দুস সাদেক, ‘লিগ হবে। আমরা নির্বাচন দেবো। সময়মতো সবকিছুই হবে। তবে এগুলোর জন্য এগিয়ে আসতে হবে ক্লাবগুলোকে।’

১১ থেকে ১৭ মার্চ ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাই। ৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় বসবে এশিয়ান গেমসের ১৮তম আসর। এই আসরে দেশের সেরা কোচ হারুনের নেতৃত্বে ভালো কিছুই করবে মনে করছেন স্কোয়াডের খেলোয়াড়, সহকারী কোচ ও ফেডারেশন কর্মকর্তারা।

৩৮ সদস্যের প্রাথমিক দল :
গোলরক্ষক : অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর, সজিবুর রহমান।

বিজ্ঞাপন

রক্ষণ ভাগ : মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশাদুর রহমান, রোকনুজ্জামান সোহাগ, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করীম বাবু, মোহাম্মদ আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, শফিউল আলম শিশির, মেহদি হাসান, মনোজ বাবু, খালেদ মাহমুদ রাকিন।

মধ্যমাঠ: কামারুজ্জামান রানা, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, সাব্বির রানা, রোম্মান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, মাহবুব হোসেন, আশিক মাহমুদ, নাজমুল ইসলাম, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম।

আক্রমণভাগ : রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন, মো: মহসিন, রাজিব দাস, প্রসেনজিৎ রায়, আল নাহিয়ান শুভ।

কোচিং স্টাফ :
প্রধান কোচ : মাহবুব হারুন, সহকারী কোচ : জহিরুল ইসলাম মিতুল, সহকারী কোচ : মো: আশিকুজ্জামান।
সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন