বিজ্ঞাপন

নিষিদ্ধ হলো অলিম্পিকের অন্যতম পাওয়ার হাউস রাশিয়া

December 6, 2017 | 4:23 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পরের বছর বিশ্বকাপ ফুটবলের আয়োজক রাশিয়া। তবে, অনেক দিন ধরেই ডোপ ইস্যুতে আলোচনা-সমালোচনায় রাশিয়া। সেটা অলিম্পিক অ্যাথলেটদের ঘিরে। তারই ধারাবাহিকতায় আগামী বছরের শীতকালীন অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

নিষিদ্ধ হওয়ায় বিশ্ব ইভেন্টে এবার থাকা হচ্ছে না অলিম্পিকের অন্যতম পাওয়ার হাউস রাশিয়ার।

দক্ষিণ কোরিয়ায় দুই মাস পরই পর্দা উঠবে শীতকালীন অলিম্পিকের। আগামী বছর শীতকালীন অলিম্পিক শুরু হবে ৯ ফেব্রুয়ারি। এর মধ্যেই নিষিদ্ধ হলো রাশিয়া। তবে, সকল অ্যাথলেট নিষিদ্ধ হননি। যারা ডোপ পাপের সঙ্গে যুক্ত ছিলেন না তাদের কোরিয়ার মেগা ইভেন্টে অংশ নিতে দেওয়া হবে। রাশিয়ার অলিম্পিক কমিটিও নিষিদ্ধ থাকায় তাদের ‘রাশিয়ার অলিম্পিক অ্যাথলেট’ নামে খেলতে হবে।

বিজ্ঞাপন

মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অ্যাথলেটদের ডোপিংয়ের অভিযোগে শীতকালীন অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে আইওসি। ২০১৪ সালের পরেই বিতর্কে জড়ায় রাশিয়া। সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাষ্ট্রীয় সহযোগিতায় রাশিয়ার বিরুদ্ধে ডোপ পাপের অভিযোগ ওঠে। তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে কড়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো দেশটিকে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ান অ্যাথলেটদের ডোপ পাপের অভিযোগে ব্রাজিলে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশই নিতে পারেনি রাশিয়ার অ্যাথলেটিকস দল। এছাড়া গত বছর প্যারালিম্পিকেও নিষিদ্ধ ছিল রাশিয়া।

সারাবাংলা/এমআরপি/০৬ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন