বিজ্ঞাপন

নৃত্যপরিচালক বিভাগে পুরস্কার না দেয়ার প্রস্তাব

May 24, 2018 | 3:26 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নৃত্যপরিচালক বিভাগে কাউকে পুরস্কার না দেয়ার প্রস্তাব করেছে তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ মে) প্রস্তাবটি কেবিনেটে পাঠানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি (চলচ্চিত্র) শাহিন আরা বেগম বলেন, ‘এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কেবিনেট সভায়। তবে আমাদের প্রস্তাবটা এমন। নৃত্যপরিচালক বিভাগে ২০১৬ সালে কাউকে পুরস্কার না দেয়ার প্রস্তাব আমাদের।’

৪ এপ্রিল সরকারি গেজেট অনুযায়ী ‘নিয়তি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নৃত্যপরিচালকের পুরস্কারটি পেয়েছিলেন নৃত্যপরিচালক হাবিব। কিন্তু নাম ঘোষণা পরপরই হাবিব জানিয়ে দেন, যে ছবিতে তিনি কাজই করেননি সেই ছবির জন্য পুরস্কার দেয়া হয়েছে তাকে। সুতরাং ওই ছবির জন্য দেয়া শ্রেষ্ঠ নৃত্যপরিচালকের পুরস্কার নিতে তিনি অপারগ।

বিজ্ঞাপন

এরপর থেকেই তথ্য মন্ত্রণালয় একাধিক সভার পর এই সিদ্ধান্তে এসেছে যে, নৃত্যপরিচালক বিভাগে কাউকে পুরস্কারই দেয়া হবে না। কেবিনেট মিটিংয়ের পর জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন