বিজ্ঞাপন

‘নৌকা জেতাতে কাজ করছে প্রশাসন-পুলিশ-ইসি’

July 22, 2018 | 2:41 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকাকে জেতাতে পুলিশ, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন একযোগে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘তিন সিটি করপোরেশন নির্বাচনে জনসমর্থনহীন নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোট জালিয়াতির আসল রূপে আত্মপ্রকাশ করেছে। বিএনপি নেতাকর্মীদেরকে গণগ্রেফতার শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও নির্বাচন যতই এগিয়ে আসছে, ধানের শীষের আবেদন ততই বাড়ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খুলনা ও গাজীপুর নির্বাচনের স্টাইল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন হত্যা করার স্টাইল। সেই স্টাইল তিনটি সিটি করপোরেশন নির্বাচনে বলবৎ রয়েছে। ক্ষমতাসীন দল বেআইনিভাবে জয়ী হতে চাচ্ছে বলেই বেপরোয়া গণগ্রেফতারসহ এক আতঙ্কজনক পরিস্থিতির তৈরি করা হয়েছে।’

তিন সিটিতেই সরকার দলীয় প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করছে। বিএনপি নেতাকর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। ভোটারদেরকে ভয় পাইয়ে দেওয়াই পুলিশি অভিযানের মূল লক্ষ্য।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘রাজশাহীতে ধানের শীষের প্রার্থীর এজেন্ট হিসেবে যাদের মনোনীত করা হয়েছে, তাদের কারও নামেই মামলা নেই। অথচ গোয়েন্দা পুলিশ ধানের শীষের এজেন্টদেরকে নির্বিচারে আটক করে ১৫/২০ ঘণ্টা পর মিথ্যা ও বানোয়াট মামলায় অভিযুক্ত করে গ্রেফতার দেখাচ্ছে তাদের। পুলিশি এই অনাচার এখন ভয়াবহ রূপ নিয়েছে।’

বিজ্ঞাপন

‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে রাজশাহীতে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল’— জানান রিজভী।

তিনি জানান,  এরইমধ্যে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম হারু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শিবলী, রাজপাড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম আপেলকে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই আটক করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) ভোর রাতে রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওয়ায়েস করনী ডায়মন্ড, ২৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইফতিয়ার মাহমুদ বাবুকে কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হয়েছে— জানান রিজভী।

তিনি বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনে পোশাকধারী এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ব্যাপকহারে গণগ্রেফতার, নেতাকর্মীদের বাসায় তল্লাশি, ভয়-ভীতি দেকানো এবং হুমকি দেওয়া অব্যাহত রেখেছে।’

বিজ্ঞাপন

‘এ ছাড়া শনিবার (২১ জুলাই)  দুপুর ১টা ২০ মিনিটে রাজশাহী সিটি করপোরেশেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপকেও কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই আটক করা হয়। ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবলুকে গত রাতে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বারবার বিবেকহীন এই নিষ্ঠুর আচরণের পুনরাবৃত্তি বিএনপি ও দেশের মানুষের মনে আরও গভীর উদ্বেগ ও শঙ্কা স্থায়ী রূপ নিয়েছে।’

কারাগারে খালেদা জিয়া ভীষণ অসুস্থ উল্লেখ করে রিজভী বলেন, ‘গতকাল খালেদা জিয়ার আইনজীবী ও পরিবারের সদস্যরা কারাগারে তার সাথে সাক্ষাৎ করেছেন। দেশনেত্রী এখনও গুরুতর অসুস্থ। তার জ্বর ও শরীরে ব্যথা কোনোভাবেই কমছে না। তিনি দর্শনার্থীদের সঙ্গে নিচে নেমে কথা বলতে পারছেন না। এখনও তিনি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।’

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন