বিজ্ঞাপন

পচা হালিম বিক্রি করায় জান্নাত ক্যাফেকে ২ লাখ টাকা জরিমানা

June 13, 2018 | 4:48 pm

।। সিনিয়র করেপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পচা হালিম, পোড়া খাবার বিক্রি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন লাবাং বিক্রি করার অপরাধে লালবাগের জান্নাত ক্যাফেকে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ জুন) বিকেল পৌনে ৪টার দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এই দণ্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে বুয়েট (পলাশী) মার্কেটে অভিযান চালিয়ে কেজি প্রতি ৫শ’ টাকা দরে গরুর মাংস বিক্রি করায় দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে মশিউর রহমান সারাবাংলাকে বলেন, পোড়া তেল সংরক্ষণ করে বার বার ব্যবহার করা এবং পচা হালিম গরম করে বার বার বিক্রি করত তারা। রান্না ঘর গোয়াল ঘরের মতো নোংরা এবং স্যাঁতস্যাঁতে। এসব অভিযোগে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন