বিজ্ঞাপন

পদ্মায় অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ

March 21, 2018 | 8:38 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মার বুকে বালু-মাটি দিয়ে বাঁধ নির্মাণ ও টোল আদায় কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।  

বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ রুল দেন।

‘পদ্মায় অবৈধ বাঁধ নির্মাণ করে টোল অাদায়’ শিরোনামে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন নজরে নিয়ে অাদালত এ অাদেশ দেন। গণমাধ্যমে আসা প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মুন্সী মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

রুলের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যার্টনি জেনারেল এস এম মনিরুজ্জামান। তিনি জানান আদালত ইতিমধ্যে ওই বাঁধ অপসারণ করতে এবং টোল আদায় থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। ওই ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে বলা হয়েছে।

‘পদ্মায় অবৈধ বাধ নির্মাণ করে টোল অাদায়’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, পদ্মার বুকে বালু-মাটি ফেলে বাঁধ নির্মাণ করছে একটি চক্র। মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়ন সংলগ্ন নদীর উপর নির্মিত এই বাঁধ দিয়ে টোলের বিনিময় পার হচ্ছে যানবাহনও।

সারাবাংলা/এজেডকে/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন