Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনিসে ‘নৌকা’য় ভোট চেয়ে প্রচারণা


১৭ ডিসেম্বর ২০১৮ ০৪:১২

।। ইসমাইল হোসেন স্বপন ।।

ইতালি থেকে: বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রচারণায় নেমেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার ইতালির ভেনিসে বসবাসরত নৌকা সমর্থিত প্রবাসীদের আয়োজনে সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামী লীগের সহসভাপতি আল মামুন ঢালী। সুহেলী আক্তার বিপ্লবী ও আকবর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনকোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্পপতি মজিবুর রহমান সরকার। প্রধান বক্তা ছিলেন বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান পাঠান।

অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিক ছৈয়াল, ভৈরব পরিষদের প্রধান উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, মহসিন আহমেদসহ স্থানীয় আওয়মী লীগ নেতারা।

বক্তারা আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে প্রবাসীদের নিজ নিজ এলাকায় আত্মীয়-স্বজনসহ পরিবারের সদস্যদের কাছে নৌকা প্রতীকের ভোট চাওয়ার আহ্বান জানান। সভাপতি আল মামুন তার বক্তব্যে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন অপুর জন্য নৌকা মার্কায় ভোট চান।

সারাবাংলা/টিআর

নির্বাচনি প্রচারণা ভেনিস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর