Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার এডমন্টনে প্রবাসী বাংলাদেশিদের ‘বিশ্ব মা দিবস’ উদযাপন


১২ মে ২০১৯ ১২:৩৪

ড. এইচ এম আশরাফ আলী, এডমন্টন: বিশ্ব মা দিবস পালন করেছেন কানাডার এডমন্টন প্রবাসী বাংলাদেশিরা। এসময় মাকে নিয়ে স্মৃতিচারণ করেন তারা।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। তবে ৬ মে থেকে কানাডায় রমজান মাস শুরু হওয়ায় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই) এর বর্তমান কার্যনির্বাহী পরিষদ গত ৪মেস্থানীয় উইলিয়াম হরেলাক পার্কের পিকনিক স্পটে মা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

নানা ব্যস্ততা ও ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে মা দিবসের এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেন। সঙ্গে নিয়ে আসেন ঘরে তৈরি নানা রকমের সুস্বাদু দেশি খাবার।

এসময় বাংলাদেশিরা তাদের মায়েদের প্রতি সম্মান প্রদর্শন ও সন্তানদের গড়ে তোলার ক্ষেত্রে মায়ের অবদানকে স্মরণ করেন। এ উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ছোটদের বিভিন্ন ধরনের খেলা আয়োজন ছিল। পাশাপাশি বড়দের জন্য ছিল মিউজিক্যাল পিলো পাসিং বা বালিশ ছোঁড়া খেলা।

খেলা শেষে সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে উপস্থিত মায়েরা কেক কেটে উদযাপন করেন বিশ্ব মা দিবস।

সারাবাংলা/এসএমএন

কানাডা প্রবাসী বাংলাদেশি বিশ্ব মা দিবস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর