Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আঙ্কারা দূতাবাসে বিজয়ের নানা আয়োজন


১২ ডিসেম্বর ২০১৭ ১৮:১৬

সারাবাংলা ডেস্ক

মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস। এরই অংশ হিসেবে সোমবার আঙ্কারার স্থানীয় আকিউন শাহ্নেসি থিয়েটারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি এবং বৈচিত্র্যময় বাঙ্গালী সংস্কৃতির বিভিন্ন দিক তুরস্কের জনগণের কাছে তুলে ধরা। এ সময় বাঙ্গালী সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী হতে আগত ১৮ সদস্যের একটি সাংস্কৃতিক দল মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-তুরস্ক পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপ এর চেয়ার আবু বেকির গিজলেগিদার। এছাড়াও, তুরস্কে দায়িত্বপ্রাপ্ত ৪০টি দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক বিভাগের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উক্ত অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর