বিজ্ঞাপন

পরাজয়ে শুরু বাংলাদেশের এশিয়াড মিশন

August 14, 2018 | 4:56 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: কোন কিছুতেই পেরে উঠেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ইংলিশ কোচ জেমি ডে’র আনুষ্ঠানিক প্রথম ম্যাচ ছিল এটা। উজবেকিস্তানের সঙ্গে ধরাশায়ী হয়ে অনেকটা মিশন শুরু করতে হচ্ছে লাল-সবুজ জার্সিধারীদের।

আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে জামাল-জাফররা হেরেছে ৩-০ ব্যবধানে। বেলা ৩টায় পাকানসারি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে পুরোপুরি বিধ্বস্ত জেমি ডের শিষ্যরা।

পুরো ম্যাচজুড়ে আধিপত্য রাখা উজবেকরা এগিয়ে যায় ২৩ মিনিটে। ফরোয়ার্ড উরিনবোয়েভের গোলে এগিয়ে যাওয়া উজবেকিস্তানদের। প্রথমার্ধ্ব ১-০ পিছিয়ে পড়া বাংলাদেশ কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সেই অর্থে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ম্যাচের বয়স যখন ৫৭ মিনিট ব্যবধান দ্বিগুণ করে উজবেকরা। গোল পান খামদামোভ। তার নয় মিনিট পর আরেকটি গোল খেয়ে রীতিমত ম্যাচ থেকে ছিটকে পড়ে জামাল-সুফিলরা। ৬৬ মিনিটে দলীয় পারফরমেন্সের সফলতা পায় উজবেকরা। গোলকিপারকে ফাঁকা পেয়ে বল জালে জড়াতে ভুল করেন নি আলিভায়েভ।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার।

এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ কখনোই গ্রুপ পর্ব টপকাতে পারেনি। এর আগে ২৩ ম্যাচ খেলে জিতেছে মাত্র তিনটিতে। বাকি ২০টিতেই হার। উজবেকিস্তানের বিপক্ষে অতীত ফলাফলের ওপর ভিত্তি করে এবং কাগজেকলমে বাংলাদেশ পিছিয়েই থাকবে নিজেদের প্রথম ম্যাচে এমনটা অনুমিতই ছিল।

বিজ্ঞাপন

এ নিয়ে এশিয়ান গেমসে তৃতীয়বারের মতো উজবেকিস্তানের মুখোমুখি হলো বাংলাদেশ। কোনোবারই তাদের বিপক্ষে সুখের হাসি হাসতে পারেনি লাল-সবুজ বাহিনী। মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছে। আগের দুইবার ২০১০ সালে চীনের গুয়াংজু ও ২০১৪ সালে কোরিয়ার ইনচনে ৩-০ গোলে জিতেছিল উজবেকিস্তান। এশিয়ান গেমসের বাইরে দুই দেশের অনূর্ধ্ব-২৩ দলের আরেকবার সাক্ষাৎ হয়েছিল অলিম্পিক প্রি-কোয়ালিফাইং রাউন্ডে। ঢাকায় অনুষ্ঠিত নিজেদের মাঠে নিজ পরিবেশে সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে। অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দল কখনোই জিততে পারেনি উজবেকিস্তানের বিপক্ষে। এমনকি ড্র করার নজির নেই লাল-সবুজ জার্সিধারীদের। ১৯৯৯ সালে প্রথম ম্যাচে বাংলাদেশের হারের ব্যবধান ছিল ৬-০ গোলে। ২০০৬ সালে দুইবারের সাক্ষাতে উজবেকিস্তানের জয়ের ব্যবধান ছিল যথাক্রমে ৫-০ ও ৪-০ গোলে।

এশিয়াডে ফুটবল দল: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, ফজলে রাব্বি, জাফর ইকবাল, জামাল ভূঁইয়া, মাহবুবুর রহমান, তপু বর্মন, মাহফুজ হাসান প্রীতম, মনজুরুর রহমান, মাসুক মিয়া জনি, মো: আবদুল্লাহ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, সা’দ উদ্দিন, রহমত মিয়া, মতিন মিয়া, রবিউল হাসান, বিপুল আহমেদ, আতিকুর রহমান ফাহাদ।

ম্যানেজার : সত্যজিৎ দাস রুপু, কোচ- জেমি ডে, সহকারী কোচ- স্টুয়ার্ট পল ওয়াটকিস, ফিটনেস কোচ- রজার পল ডেভিস।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন