ঢাকা: ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। সাধারণত, বর্ষাকালে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে বাতাসে দূষককণার উপস্থিতির পরিমাণ কিছুটা কম থাকে। বিগত কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টির কারণে ঢাকার বাতাসের উন্নতি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটের রেকর্ড অনুসারে ঢাকার ৮৬, যা সহনীয় বাতাসের নির্দেশক।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান সূচক পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্যমতে, আজ ঢাকার বায়ুমান ৮৬। তবে বায়ুমানে উন্নতি হলেও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি হয়েছে। গতকাল বুধবার ৯৬ বায়ুমান নিয়ে ঢাকার অবস্থান যেখানে ছিল ১৮তম, আজ সেখানে ঢাকার অবস্থান ১৭তম।
আজ বায়ুমানে অবনতির দিক থেকে শীর্ষে থাকা পাঁচ শহর হলো যথাক্রমে— মিসরের রাজধানী কায়রো (বায়ুমান ২৩৮), গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১৭২), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৫), চিলির রাজধানী সান্তিয়াগো (১৬০) এবং কাতারের রাজধানী দোহা (১৩৯)।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।