Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১০:৫১ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৪:৩৭

বায়ু দূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: বছরের বেশির ভাগ সময় দূষণের কারণে ঢাকার বায়ুমান থাকে অস্বাস্থ্যকর। তবে বর্ষার বৃষ্টিপাতে বাতাসে ধুলো ও দূষণ কমে যাওয়ায় বর্তমানে রাজধানীর বায়ুমান তুলনামূলক ভালো রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৬৩, যা ‘সহনীয়’ পর্যায়ের মধ্যে পড়ে। এ তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে ৩৩তম। বুধবার একই সময়ে ঢাকার একিউআই ছিল ৭৩ এবং অবস্থান ছিল ১৯তম।

এদিন দূষিত বাতাসের শীর্ষ শহর হিসেবে রয়েছে উগান্ডার কাম্পালা। শহরটির একিউআই ১৬৬, যা সবার জন্য ‘অস্বাস্থ্যকর’। শীর্ষ পাঁচের অন্য শহরগুলো হলো— ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৪), বাহরাইনের মানামা (১৩৭), কঙ্গোর কিনশাসা (১১৯) এবং সৌদি আরবের রিয়াদ (১১২)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাতাসে দূষণের প্রধান উৎস হলো অতিক্ষুদ্র বস্তুকণা। দীর্ঘদিন এ ধরনের দূষণে শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

বায়ুমান সূচক অনুযায়ী—

  • ০–৫০: বিশুদ্ধ বাতাস
  • ৫১–১০০: সহনীয়
  • ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: সবার জন্য অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
  • ৩০০ এর ওপরে: দুর্যোগপূর্ণ

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় বায়ুদূষণ রোধে ইটভাটা ও শিল্পকারখানায় নির্গমন নিয়ন্ত্রণ, নির্মাণকাজে সুরক্ষা ব্যবস্থা, বর্জ্য পোড়ানো বন্ধ এবং পুরোনো যানবাহন নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেওয়া জরুরি। সংবেদনশীল জনগোষ্ঠীকে (শিশু, বয়স্ক, অসুস্থ) অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়াতে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি

অস্বাস্থ্যকর আইকিউএয়ার পরিবেশ মন্ত্রণালয় বায়ুমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর