Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচেতনতা তৈরির উদ্দেশ্যে মিনি ম্যারাথন ‘রান ফর প’


৩ মে ২০১৯ ২০:৩০

ঢাকা: পরিবেশ, প্রকৃতি এবং প্রাণীর প্রতি সদয় হতে সচেতনতা তৈরির উদ্দেশ্যে মিনি ম্যারাথনের আয়োজন করেছে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (প)। এতে দেশি-বিদেশি প্রায় ১শ’ জন সচেতন মানুষ অংশ নেন।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৬টায় ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে ‘রান ফর প’ শিরোনামে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

প

এই আয়োজনের মাধ্যমে দেশের মানুষকে প্রাণি-প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একটি করে মেডেল দেওয়া হয়। বিজয়ীদের হাতে পদক তুলে দেন ঢাকা জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক বন কর্মকর্তা মোল্ল্যা রেজাউল করিম এবং পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিল।

প ফাউন্ডেশন গত ৫ বছর ধরে বাংলাদেশে প্রাণিকল্যাণ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আহত পথপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং প্রাণীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াসহ নানা ধরনের গণ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

সারাবাংলা/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর