২০৫০ সালে বাংলাদেশে বার্ষিক বন্যা ঝুঁকিতে থাকবে ৪ কোটি মানুষ
৩০ অক্টোবর ২০১৯ ১৫:২৬
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে ২০৫০ সাল নাগাদ সারাবিশ্বে ৩০ কোটি মানুষ বাস্তুহারা হতে পারে। এছাড়া কোথাও কোথাও বন্যা ঝুঁকি বৃদ্ধি পেতে পারে কয়েক গুণ বেশি। সবচেয়ে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ, ভারত, চীন ও ইন্দোনেশিয়া। বাংলাদেশে ৪ কোটি ২০ লাখ মানুষ ৮ গুন বেশি বন্যা ঝুঁকিতে রয়েছে।
নেচার কমিউনিকেশনসে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সমুদ্রতীরবর্তী এলাকায় এই ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্বের ধারণার চেয়ে তিনগুণ বেশি।
ভূসংস্থান বা ট্রপোগ্রাফির মাধ্যমে পরিচালিত এই গবেষণার প্রবন্ধদের অন্যতম প্রণেতা স্কট কুলপ বলেন, আক্রান্ত শহরগুলোর বিবর্তন, অর্থনীতি, তীরবর্তী অঞ্চলগুলো সম্পর্কে তথ্য উঠে এসেছে।
সবচেয়ে বড় পরিবর্তন আসবে এশিয়ায়। বাংলাদেশে ৪ কোটি ২০ লাখ মানুষ ৮ গুন বেশি বন্যা ঝুঁকিতে। ভারতে ৭ গুন বেশি ঝুঁকিতে ৩ কোটি ৫০ লাখ মানুষ, কোথাও কোথাও এই ঝুঁকি ১২ গুন বেশি। অপরদিকে চীন ৩ গুন বেশি ঝুঁকিতে বলে গবেষণায় তথ্য উঠে এসেছে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় ইন্দোনেশিয়া ইতোমধ্যে দেশটির রাজধানী জাকার্তা থেকে সরিয়ে ফেলা পরিকল্পনা ঘোষণা করেছে। ইন্দোনেশিয়ায় ২ কোটি ৩০ লাখ মানুষ ঝুঁকিতে আছে বলে নতুন গবেষণায় জানা যায়।