বিজ্ঞাপন

পাকিস্তানে নির্বাচনী জনসভায় বিস্ফোরণে নিহত চার

July 13, 2018 | 5:40 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বানুতে নির্বাচনী জনসভায় বিস্ফোরণে ৪ জন নিহত ও ১৯ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। শুক্রবার (১৩ জুলাই) সকালে জামায়েত উলামায়ে ইসলাম ফজল (জেইউআই-এফ) নামের ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলকে টার্গেট করে ঐ হামলা চালানো হয়।

দেশটিতে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে অঞ্চলটিতে এক সপ্তাহে এটি দ্বিতীয় সহিংসতার ঘটনা।

পুলিশ জানায়, সংসদ নির্বাচনের প্রার্থী ও সমাবেশের আয়োজক আকরাম দুররানীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। মোটরসাইকেলে বিস্ফোরক রেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, পেশোয়ারে মঙ্গলবার চালানো এক আত্মঘাতী হামলায় স্বনামধন্য রাজনৈতিক নেতা, হারুন বিলুরসহ ২০ জন নিহত হয়। তেহরিক ই তালেবান ঐ হামলার দায়িত্ব স্বীকার করে নিয়েছে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন