বিজ্ঞাপন

পাবনায় অস্ত্র মামলায় একজনের ১৯ বছরের জেল

November 13, 2018 | 8:21 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

পাবনা: পাবনায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মো. রোস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাগর আলী মিন্টু (৪০) সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ৩০ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে সাগর আলী মিন্টুকে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। ওই দিনই সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি সাগর আলী মিন্টুকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১২ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শাহজাহান আলী খান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল বারেক মামলা পরিচালনা করেন।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন