বিজ্ঞাপন

পার্বত্য চুক্তির প্রায় ৮০ ভাগ বাস্তবায়ন হয়েছে : প্রধানমন্ত্রী

January 21, 2018 | 11:44 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পার্বত্য শান্তি চুক্তির ৭০ থেকে ৮০ ভাগ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ জানুয়রি) বেলা সাড়ে ১১টার দিকে হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সে কাপ্তাইয়ে আদিবাসী পাড়া কেন্দ্র উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন সারাবাংলায়

পার্বত্য অঞ্চলের সমস্যা আওয়ামী লীগ সরকারই প্রথম চিহ্নিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার গঠন করার পর আমরা পার্লামেন্টে সকল দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি চুক্তি করার জন্য কমিট গঠন করি। দুর্ভাগ্যজনক হলো বিএনপির কোনও প্রতিনিধি ওই কমিটিতে কাজ করতে রাজি হয়নি। কমিটি শান্তি চুক্তির জন্য কাজ করতে থাকে। এসময় জনসংহতি সমিতির সঙ্গেও আলাপ চলে। এছাড়া একই সময় বাংলাদেশের প্রায় ৬৬ হাজার মানুষ শরণার্থী হয়ে ভারতে অবস্থান নিয়েছিল। আমরা তাদের ফিরিয়ে আনারও চেষ্টা শুরু করি। তাদের সঙ্গেও আলোচনা করি। এভাবেই আমরা শান্তি চুক্তি করতে সক্ষম হই ।’

বিজ্ঞাপন

কোনও তৃতীয় শক্তির হস্তক্ষেপ ছাড়াই শান্তি চুক্তি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র এক বছরের মধ্যে শান্তি চুক্তি করতে আমরা কোনও তৃতীয় পক্ষের সহযোগিতা নেয়নি। তাদের সমস্যা কী তা যদি আমরা না বুঝতে পারি, তাহলে বাইরের মানুষ কী করে বুঝবে। আর যেহেতু এটি সমস্যা অভ্যন্তরীণ ব্যাপার, পার্বত্য অঞ্চলের মানুষ তো আমাদেরই মানুষ। তাদের সমস্যা আমাদের বুঝতে হবে, জানতে হবে, সমাধান করতে হবে। ওই অঞ্চলের সংঘাত বন্ধ করতে হবে। মূলত ১৯৭৫ সালের পর থেকেই এই সংঘাত প্রকট হয়।’

শেখ হাসিনা বলেন, ‘রোগ নির্ণয় বা সমস্যা বুঝতে পারায় আমরা সেই সময় দ্রুত পার্বত্য শান্তি চুক্তি করতে পেরেছিলাম।’

এসময় প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য অঞ্চলের চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন ভাষায় সরকারিভাবে বই প্রকাশিত হয়েছে। সেখানের অবস্থানরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মীদের সুবিধা বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন