বিজ্ঞাপন

পিএসজিতেই থাকছেন নেইমার

July 20, 2018 | 1:33 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতেই গুঞ্জন উঠেছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার আসছেন স্প্যানিশ ক্লাব রিয়ালে। তবে, সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার নেইমার জানালেন, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি।

২৬ বছর বয়সী নেইমারের ক্যারিয়ার ভালো করতে তাকে স্পেনে ফিরতে হবে, এমন মন্তব্য অনেকেই করেছিলেন। তবে সেসব আপাতত কানে নিচ্ছেন না ব্রাজিল তারকা। চ্যালেঞ্জ নিয়েই এখানে টিকে থাকার কথাই বললেন ব্রাজিলিয়ান সেনসেশন, ‘আমি এখানেই থাকবো। পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে এবং আমি এখানে চ্যালেঞ্জ নিতেই টিকে থাকবো। নতুন কিছু করে গোল বাড়ানোই লক্ষ্য থাকবে।’

পিএসজিতে থেকে দারুণ মৌসুম কাটানোর লক্ষ্যেই খেলবেন ব্রাজিলিয়ান তারকা, ‘আমি মানসিকতার পরিবর্তন করতে চাই না। আশা করবো, আমরা দারুণ এক মৌসুম কাটাতে পারবো। সংবাদমাধ্যম গুলো গুঞ্জন ছড়াতেই পছন্দ করে, কিন্তু সবাই জানে আমি পিএসজিতে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করি।’

বিজ্ঞাপন

কাইলিয়ান এমবাপে

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে ব্রাজিল বিদায় নিলেও, এবার চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। তরুণ খেলোয়াড় হিসেবে এবার মাঠ কাঁপিয়েছে পিএসজিতে নেইমারের সতীর্থ কাইলিয়ান এমবাপে। ফরাসি এই তারকারও পিএসজি ছাড়ার গুঞ্জন উঠেছিল। তবে নেইমার মনে করেন, পিএসজিতেই থাকবেন এমবাপে, ‘সে (এমবাপে) অনন্য, দারুণ এক খেলোয়াড় সে। ওর যথেষ্ট যোগ্যতা আছে। ও বিশ্বকাপ জিতেছে, এতে আমি বেশ খুশি। আশা করি, সে এভাবেই লড়াই চালিয়ে যাবে।’

জিয়ানলুইজি বুফন

এবারের আসরে পিএসজি দলের গোলরক্ষক হিসেবে থাকছেন ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফন। কিংবদন্তির সঙ্গে মাঠে নামবে অনেকটা মুখিয়েই আছেন নেইমার, ‘কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারা অনেক গর্বের। ব্যাক্তি ও খেলোয়াড় হিসেবে তিনি কেমন, সেটা ইতিহাস বলে দেয়। তার সঙ্গে খেলতে পারাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন