বিজ্ঞাপন

পুলিশ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : আইজিপি

March 20, 2018 | 2:33 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাকড়াও করে আইনের আওতায় আনা হবে। সেই সাথে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে সন্ত্রাসীদের গুলিতে নিহত জালাল উদ্দিনের জানাযা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় আইজিপি আরও জানান, ‘জালাল উদ্দিন পুলিশ পরিবারের একজন নিষ্ঠাবান সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিজ্ঞাপন

‘তার স্ত্রীর ভাষায় জালাল উদ্দিন ছিলেন একজন নিষ্ঠাবান অফিসার। সবসময় তিনি অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। অফিসের কাজকে তিনি বেশি গুরুত্ব দিতেন’ বলেও জানান আইজিপি।

জালাল উদ্দিনের রেখে যাওয়া দুই মেয়ে, স্ত্রী ও মায়ের দায়িত্ব সম্পর্ণরুপে পুলিশ পরিবার বহন করবে বলেও জানান তিনি।

উপস্থিত জালাল উদ্দিনের স্ত্রীর হাতে নগদ দুই লাখ ও সৎকার করার জন্য আলাদা আরও ২০ হাজার টাকা তুলে দেন আইজিপি।

বিজ্ঞাপন

এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিবির যুগ্মকমিশনার আবদুল বাতেন, ডিএমপি ডিসি ক্রাইম মুনতাসির রনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন