বিজ্ঞাপন

পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি

September 19, 2018 | 1:35 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সনাতম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের সব পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল। এছাড়া, পূজাকে ঘিরে যেন কোনো ধরনের উসকানি না ছড়াতে পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি থাকবে বলেও জানান তিনি।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মোস্তাফা কামাল উদ্দিনের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

সচিব মোস্তফা কামাল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ বছর এই পূজায় সারাদেশে ৩০ হাজারের বেশি পূজামণ্ডপ হবে। এবার বিজয়া দশমী বা বিসর্জনের দিন পড়েছে শুক্রবার। ওই দিন দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মণ্ডপগুলোতে ঢাক-ঢোল না বাজানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সচিব জানান, পূজাকে ঘিরে মোটরসাইকেল চলাচল সীমিত করা হবে।

সারাবাংলা/এইচএ/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন