বিজ্ঞাপন

পূজামন্ডপে হবে ‘কহে বীরাঙ্গনা’ নাটকের প্রদর্শনী

October 17, 2018 | 5:19 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণিপুরি থিয়েটার প্রযোজিত ‘কহে বীরাঙ্গনা’ নাটকের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল (১৮ অক্টোবর) বনানী পূজামন্ডপে মঞ্চস্থ হবে নাটকটি। শুক্রবার (১৯ অক্টোবর) রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতি মিলনায়তনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মহাভারতের চার নারীর বঞ্চনা, প্রেম, করুণা আর প্রতিশোধস্পৃহাকে ‘কহে বীরাঙ্গনা’ নাটকে রূপায়িত করা হয়েছে। যার শেষ কথা- হিংসা নয়, প্রেমেই মিলবে মুক্তি। মাইকেল মধুসূদন দত্ত-এর ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।

বনানী পূজামণ্ডপে আমন্ত্রিত হয়ে ‘কহে বীরাঙ্গনা’ মঞ্চস্থ করবে দলটি। আর বিজয়া দশমীতে মহিলা সমিতির মঞ্চে দলটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রদর্শিত হবে নাটকটি। মহিলা সমিতির দুই প্রদর্শনীতে শিক্ষার্থী ও নাট্যকর্মীদের জন্য ৩০ শতাংশ টিকেট বিশেষ মূল্য ছাড়ে রাখা হবে। এছাড়া নিয়মিত মূল্যের টিকেটও থাকবে।

বিজ্ঞাপন

নাটকটির সংগীতে আছেন শর্মিলা সিনহা, বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন