বিজ্ঞাপন

পূর্ব গৌতা ছেড়ে যাচ্ছে বিদ্রোহীরা

March 22, 2018 | 6:29 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

সিরিয়ার বিদ্রোহীরা তাদের পরিবারের সদস্যেদের নিয়ে পূর্ব গৌতা ছাড়তে শুর করেছে। দেশটির সরকারের সঙ্গে এক আলোচনার পর বৃহস্পতিবার থেকে শহর ছাড়তে শুর করে তারা।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বল হয়, ২৭ জন বিদ্রোহী ও এক শ ৮২ জন বেসামরিক নাগকির এরই মধ্যে পূর্ব গৌতার হারাস্তা এলাকা থেকে সরকার নিয়ন্ত্রিত দামেস্ক শহরে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া ১ হাজার ৫০০ জন বিদ্রোহী এবং ৬ হাজার বেসামরিক নাগরিক ইদলিব প্রদেশের দিকে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এক মাস আগে এলাকাটিতে সরকারি বাহিনী বিমান হামলা শুরুর পর শহরটি ছেড়ে যাওয়ার ব্যাপারে বিদ্রোহীরা সরকারের সঙ্গে চুক্তি করল।

একটি পর্যবেক্ষক গোষ্ঠী বলছে, আসাদ সরকার ও তার মিত্র রাশিয়ার বিমান হামলায় গত এক মাসে পূর্ব গৌতায় অন্তত ১ হাজার ৫০০ জন নিহত হয়েছেন। সম্প্রতি এলাকা ছেড়ে পালিয়েছেন অন্তত ৫০ হাজার বাসিন্দা। জন শূন্য হয়ে পড়েছে পূর্ব গৌতার ৬৫ শতাংশ এলাকা।

সারাবাংলা/আইএ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন