বিজ্ঞাপন

প্যারিস হামলার মূল সন্দেহভাজনকে ২০ বছরের জেল

April 23, 2018 | 8:27 pm

।। আন্তর্জাতিক ডেস্ক।।

বিজ্ঞাপন

ঢাকা : ২০১৫ সালের প্যারিস হামলায় সম্পৃক্ত সন্দেহভাজন আসামি সালাহ আবদেস সালামকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বেলজিয়ামে একটি বন্দুকযুদ্ধের জেরে সহযোগী সোফিয়েন আয়ারির (২৪) সঙ্গে আবদেস সালাম পুলিশের হাতে গ্রেফতার হন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, ফরাসি নাগরিক আবদেস সালাম ও সহ আসামি তিউনেশিয়ার নাগরিক সোফিয়েন আয়ারি উভয়ের বিরুদ্ধেই হত্যা চেষ্টার অভিযোগ এনে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

বিজ্ঞাপন

২০১৫ সালের ১৫ মার্চ আবদেস সালামকে খুঁজতে ব্রাসেলসের জঙ্গলে অভিযান চালানো হয়। পুলিশ সেখানে পৌঁছালে তাদের সঙ্গে আবদেস সালাম ও তার দুই সহযোগীর বন্দুকযুদ্ধ হয়। আবদেস সালাম ও আয়ারি পালিয়ে যান তবে অপর এক সহযোগী পুলিশি অভিযানে মারা যান।

পরবর্তীতে অন্য একটি এলাকায় আবদেস সালাম ও তার সহযোগী আয়ারিকে গ্রেফতার করা হয়।

আবদেস সালামকে ফ্রান্সের একটি কারাগারে পাঠানো হয়। সেখানে তাকে প্যারিস হামলার বিচারের জন্য হাজির করা হতে পারে।

বিজ্ঞাপন

ব্রাসেলসের আদালতে আবদেস বিচারকের কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হননি। এমনকি শুনানিতে যেতেও অস্বীকার করেন তিনি।

সোমবার (২৩ এপ্রিল) আদালতের রায় পড়ে শোনানোর সময় আয়ারি ও আবদেস সালাম কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তাদের দুইজনকেই ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিচারক ম্যারি ফ্রান্স কেউটগেন বলেন, সংস্কারবাদের সঙ্গে এই দুজনের সম্পৃক্ত রয়েছেন এতে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, তাদের ব্যবহার করা অস্ত্রের প্রকৃতি, কয়টা গুলি ছোড়া হয়েছে আর পুলিশ কর্মকর্তাদের আঘাত দেখেই তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

বিজ্ঞাপন

২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি কনসার্ট হল, স্টেডিয়াম, রেস্তোরা ও বারে হামলা সন্ত্রাসী হামলায় ১৩০ জন মানুষ নিহত ও শতাধিক আহত হন।

এ হামলায় অংশগ্রহণকারী ৩ জনের মধ্যে আবদেস সালাম মূল ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হয়।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন