বিজ্ঞাপন

প্রতারণার অভিযোগে ভুয়া মেজরসহ আটক ২

January 20, 2019 | 7:14 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুয়া মেজরসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-২। রোববার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।  র‌্যাব-২ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে অভিযান চালিয়ে সকালে তাদের আটক করা হয়। এতে আরও বলা হয়, এই চক্রের মূল হোতা ভুয়া মেজর সৈয়দ আবু জাফর জাফর। অন্যজন শিল্পী আক্তার।

র‍্যাব-২ আরও জানায়, সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি দেখিয়ে আবু জাফর নিজেকে অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পরিচয় দিতো। পরে বেকার যুবকদের সেনাবাহিনী ও নৌবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসতো। এরপর ঢাকায় বিভিন্ন ক্লিনিকে তাদের শারীরিক পরীক্ষা করে বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতো। পরবর্তী সময়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে এই প্রতারকচক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

সারাবাংলা/এসএইচ/এমএনএইচ

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন