বিজ্ঞাপন

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ইলিয়টের অবসর

August 18, 2018 | 4:52 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

যে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান গ্রান্ট ইলিয়ট। টি-টোয়েন্টি ব্লাস্টে তার দল বার্মিংহাম বিয়ার্স গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পরই এমন ঘোষণা দেন ৩৯ বছর বয়সী ইলিয়ট। তবে, ভিন্ন মাত্রার ক্রিকেটে খেলবেন তিনি।

টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের আসরে ১০ ইনিংসে মাত্র ৮০ রান করেছেন ইলিয়ট। তবে বল হাতে ১৪ ইনিংসে ১৯ উইকেট নেন এই অলরাউন্ডার। বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, ক্রিকেটকে বিদায় জানালেও আমি ভিন্ন মাত্রার ক্রিকেটে খেলব। সুইজারল্যান্ডে হওয়া আইস ক্রিকেটে আমাকে দেখা যাবে।

ইলিয়ট আরও জানান, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর খেলব না। আমি ক্রিকেটের বাইরেও কাজ করব। চার বছর আগে যেভাবে খেলেছি সেভাবে আর খেলতে পারছি না। ক্রিকেটটা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়ছে। অন্যদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা, জয় আনন্দে মেতে ওঠা আমাকে রোমাঞ্চিত করতো। যতদিন খেলেছি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের জাতীয় দলে খুব বেশি টেস্ট খেলা হয়নি ইলিয়টের। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে সবশেষ সাদা পোশাকে নামা এই তারকা খেলেছেন মাত্র ৫টি টেস্ট। জাতীয় দলের হয়ে ৮৩টি ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বিশ্বব্যাপি ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলা ইলিয়ট।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন