বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে কটুক্তি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

August 19, 2018 | 8:33 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে এক জনের দেওয়া স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করায় চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (১৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালতে মামলাটি দায়ের করেছেন শেখ আহম্মদ নামে এক ওয়ার্ড যুবলীগ নেতা।
অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা হলেন- সিএমপির বন্দর জোনের ট্রাফিক পরিদর্শক-টিআই (প্রশাসন) আবুল কাশেম চৌধুরী।

দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ (ঘ) ধারায় করা মামলাটি গ্রহণ করে আদালত অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী উত্তম কুমার দত্ত।

বিজ্ঞাপন

আইনজীবী সারাবাংলাকে জানান, প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে ২০১২ সালের ৫ জুলাই হাবিব বিন ইসলাম তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। আবুল কাশেম সেটি ফেসবুকে নিজের টাইমলাইনে শেয়ার করেন বলে সম্প্রতি পত্রিকায় খবর প্রকাশ হয়েছে।

পুলিশ কর্মকর্তার এই কর্মকাণ্ড প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে চরম মানহানিকর হওয়ায় বিচারের আশায় বাদী মামলা দায়ের করেছেন বলে আইনজীবী জানান।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন