বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আন্ত‌রিক চেষ্টায় দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

July 19, 2018 | 10:31 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ত‌রিক প্রচেষ্টায় দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বৃহস্প‌তিবার (১৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

“স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৮। এদিন মুড়াপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস খামারিদের মা‌ঝে ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

মাছ চা‌ষের ওপর গুরুত্বারোপ করে গোলাম দস্তগীর গাজী জলাশয় রক্ষার দাবি জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফা‌তে মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন, রূপসী ফিশ ফিড লি‌মি‌টে‌ডের নির্বাহী প‌রিচালক প‌রিমল কুমার দেব, রূপগঞ্জ উপ‌জেলা মৎস কর্মকর্তা স‌মীর কুমার বসাক, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফায়েল আহ‌মেদ আলমাছ, মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় ক‌লে‌জ ছাত্র সংস‌দের ভি‌পি শাহ‌রিয়ার পান্না সো‌হেল এবং আরো অনেকে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন