বিজ্ঞাপন

প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণ মামলায় রনি কারাগারে

June 15, 2018 | 4:41 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর কলেজগেট এলাকায় প্রাইভেটকারে তুলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল হক ওরফে রনিকে (৩২) রিমান্ড শেষে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ জুন) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই নির্দেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন রনিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখতে আবেদন করেন।

বিজ্ঞাপন

গত ১১ জুন রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ জুন রাতে কলেজগেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে দুই তরুণী তাদের গন্তব্যে পৌঁছে দিতে অনুরোধ করেন। ওই সময় গাড়ি চালাচ্ছিলেন মাহমুদুলের ব্যক্তিগত চালক। কিছু দূর যাওয়ার পর এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেওয়া হয়। এরপর গাড়িতে থাকা অন্য জনের ওপর চড়াও হন রনি এবং তাকে ধর্ষণ করেন মাহমুদুল। যানজটে গাড়ির গতি কমে গেলে পথচারীরা বিষয়টি বুঝতে পেরে চালক ও মাহমুদুলকে পিটুনি দেয়। চালক পালিয়ে যায়, তবে মাহমুদুলকে থানায় সোপর্দ করা হয়।

ধর্ষণের অভিযোগে ওই তরুণী শেরেবাংলা নগর থানায় ১০ জুন বিকেলে মামলা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন