বিজ্ঞাপন

প্রিয়ক-প্রিয়ংময়ীর দাফন কাল, এক নজর দেখতে স্বজনদের ভিড়

March 19, 2018 | 10:16 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

গাজীপুর: নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ফারুক হোসেন প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ংময়ীর লাশ গ্রামের বাড়িতে পৌছেছে।

সোমবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে বাবা-মেয়ের মৃতদেহ আলিফ পরিবহনের একটি অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের শ্রীপুরের এসে পৌছে। দুজনের মরদেহ বাড়ির সামনে খোলা জায়গায় রাখা হয়। এ সময় মৃতদেহ এক নজর দেখতে স্বজন ও এলাকাবাসী ভিড় করে। স্বজনদের কান্না আর আহাজারিতে সেখানের পরিবেশ ভারী হয়ে ওঠে।

বিজ্ঞাপন

নিহত প্রিয়কের চাচাতো ভাই লুৎফর রহমান জানান, সোমবার মরদেহ দুটি বাড়িতে আনার পর মঙ্গলবার সকাল ৯টায় শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ মাঠ ও  বেলা ১১টায় জৈনা বাজারের মাদবর বাড়ি মাঠে জানাজা শেষে বাড়িতেই দাফন করা হবে।

গত ১২মার্চ সোমবার নেপালে বিমান বিধ্বস্তে ফারুক হোসেন প্রিয়ক ও তার শিশুকন্যা পিয়ংময়ী নিহত হয়। এ ঘটনায় আহত হয় প্রিয়কের অপর তিন স্বজন। তারা হলেন, প্রিয়কের স্ত্রী আলমুন নাহার এ্যানি, মামাতো ভাই মেহেদী হাসান মাসুম ও মাসুমের স্ত্রী কামরুন নাহার স্বর্ণা।

সারাবাংলা/ এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন