বিজ্ঞাপন

ফাইনালে চেলসির বাধা ইউনাইটেড

April 23, 2018 | 10:25 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

অলিভার জিরুদ ও আলভারো মোরাতার গোলে সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে গতবারের রানার্সআপ চেলসি। টানা দ্বিতীয় বছর এফএ কাপের ফাইনালে উঠল গত মৌসুমে লিগের চ্যাম্পিয়ন চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলে সেমিফাইনাল জিতে শিরোপার লড়াই নিশ্চিত করেছে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা।

আগামী ১৯ মে এই ভেন্যুতেই অষ্টম শিরোপার লক্ষ্যে নামবে চেলসি। তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রেখেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি চেলসি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে জিরুদের গোলে লিড নেয় ব্লুজরা (১-০)। হ্যাজার্ডের কাছ থেকে বল পেয়ে তিনজনকে কাঁটিয়ে অসাধারণ এক গোলে চেলসিকে এগিয়ে নেন আর্সেনাল থেকে ধারে খেলতে আসা জিরুদ। এফএ কাপের ২৬ ম্যাচে ১৫ গোল করলেন তিনি।

বিজ্ঞাপন

৮২ মিনিটে জিরুদের বদলি হিসেবে নামার ৮৮ সেকেন্ডের মধ্যেই চেলসিকে ২-০ গোলের লিড এনে দেন মোরাতা। সিজার আজপিলিকুয়েটার ক্রস থেকে দ্বিতীয় গোল করেন স্প্যানিশ তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময় কাটানো চেলসির সামনে এবার সুযোগ শিরোপা জেতার। তাতে গতবারের ফাইনালে আর্সেনালের কাছে হারা দলটিকে পেরোতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড বাধা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন