বিজ্ঞাপন

ফাইনালে হালেপকে হারিয়ে শীর্ষে ওঠলেন ওজনিয়াকি

January 27, 2018 | 6:08 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের এককে এবার দেখা গেল নতুন কাউকে। প্রথমবার ফাইনালে ওঠেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি ও সিমোনা হালেপ। সিমোনা হালেপকে হারিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন ডেনমার্কের তারকা ওজনিয়াকি।

শনিবার (২৭ জানুয়ারি) মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে ৭-৬, ৩-৬, ৬-৪ গেমে জয় তুলে নেন র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শুরু করা ওজনিয়াকি।

এর আগে ইউএস ওপেনে ২০০৯ ও ২০১৪ সালে শিরোপার লড়াইয়ে ছিলেন ওজনিয়াকি। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ে হালেপকে সরিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষেও ফিরলেন ২৭ বছর বয়সী ওজনিয়াকি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রথম সেমিফাইনালে বেলজিয়ামের এলিস মের্টেন্সকে সরাসরি সেটে হারান ওজনিয়াকি। ডেনমার্কের এ দ্বিতীয় বাছাই ৬-৩, ৭-৬ (৭-২) গেমে জিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেন। তাতে সময় নেন ৭০ মিনিট।

এছাড়া, দ্বিতীয় সেমিফাইনালে অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন সিমোনা হালেপ। মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার সেমিফাইনালে ২০১৬ সালের চ্যাম্পিয়ন কেরবারকে ৬-৩, ৪-৬, ৯-৭ গেমে হারান হালেপ। রোমানিয়ান তারকারও এবার ছিল প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন