বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুককে পরীক্ষা দেওয়ার অনুমতি

July 23, 2018 | 1:39 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে নেতা ফারুক হাসানকে কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।

ফারুকের পক্ষে শুনানি করেন তার আইনজীবী জাহিদুর রহমান জাহিদ।

জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ফারুক হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি। শুনানি শেষে জেলকোড অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।’

বিজ্ঞাপন

এর আগে গত ৪ জুলাই ফারুক হাসানকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানায় ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। আর ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে আরও একটি মামলা করেন।

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন