সোনা ঝরা দিনে
৯ জানুয়ারি ২০১৯ ০৭:৩৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
এমন একটা দিনের কল্পনা সবার মনে থাকে। যেদিন খুব গরম হবে না, আবার শীতে কেউ কাবুও হবে না। নীল আকাশ হবে, ঈষৎ ভেজা ঘাস হবে, মিষ্টি একটা ওম মাখা রোদ হবে, সেদিন জাগতিক সব কাজ থেকে ছুটি হবে। কোনো তাড়াহুড়ো থাকবে না। শুধু এই স্বর্গীয় দিন উপভোগ করতে হবে।
পৌষের ২৬ তম দিনে এসে অবশেষে আমরা এমন একটা দিনের সন্ধান পেতে যাচ্ছি যেদিন এগুলো সবই থাকবে। শুধু থাকছে না একটা ছুটির দিন, কেননা আজ বুধবার। ছুটি পেতে আমাদের আরও দুটো দিন অপেক্ষা করতে হবে। শুধু ছুটিটা বাদ দিলে আজকের দিনটা ঠিক কল্পনার সুন্দর দিনটির মতো। কেননা ঐ যে নিম্নচাপটা ছিল সেটা অবশেষে গুরুত্বহীন হয়ে পড়েছে ফলে তার দিক থেকে কোনো ঝামেলা নাই। নিম্ন চাপের কারণে আকাশ কিছুটা মেঘলা হয়তো হতে পারে সেও সাময়িক। এদিকে দেশ জুড়ে চলে শৈত্যপ্রবাহও আস্তে আস্তে তার এলাকার পরিমাণ কমিয়ে এনেছে। যদিও বলা হচ্ছে রাত এবং দিনের তাপমাত্রা আর একটু কমতে পারে। তবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা খুব বেশি জেলায় নেই।
প্রতি বছর কুয়াশা শীতটায় বেশ ভোগায়। কুয়াশার কারণে দেখা যায় না, নৌ চলাচলে বাঁধা হয়, প্লেন চলাচলে বাঁধা হয়। এই বছর কী যেন কেন কুয়াশার এখনও দেখা নেই। এতে অবশ্য বেশ হয়েছে। এই যে সোনা রোদ সকাল থেকে আমাদের আরামে মুড়িয়ে দিচ্ছে এটা কি আর তখন পাওয়া যেতো বলুন? চারদিক ঘষা কাঁচের মতো ঘোলা হয়ে থাকতো আর রোদ না আসতে পেরে খুব মন খারাপ হতো।
তারচেয়ে এই তো ভালো, সোনা রোদ ঝরে পরুক আমাদের ধরণীতে। তার নিচে বেশ একটা স্বপ্নিল দিন কাটিয়ে ফেলি আমরা। শুভ হোক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ