Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও যাচ্ছেতাই গরম, বৃষ্টি হবে কবে?


২৭ মার্চ ২০১৯ ০১:৩১

সময় এখন চৈত্র্যের মাঝামাঝি। সূর্যটাও তাতিয়ে যেন সেটাই জানান দিচ্ছে। বিগত কয়েক দিনের মতো আজও ঢাকার আবহাওয়া থাকবে উত্তপ্ত। সেইসঙ্গে হতে পারে খানিক বৃষ্টিও। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ৩০ মার্চ থেকে রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

বুধবার (২৭ মার্চ) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি।

এদিন ঢাকার তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে তাপমাত্রা কমে যাবে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। সূর্যের আলোতে থাকবে উচ্চমাত্রায় ক্ষতিকর অতি বেগুনি রশ্মি। সূর্যোদয় হবে ৫টা ৫৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ১২ মিনিটে।

সারাবাংলা/এনএইচ/পিএ

আবহাওয়া প্রতিবেদন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর