Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের ক্লিনার থেকে পাইলট!


২৬ অক্টোবর ২০১৯ ০৯:০০

গল্পটি নাইজেরিয়ার মোহাম্মদ আবু বকরের। ২৪ বছর আগে বিমানের পরিচ্ছন্নতাকর্মী বা ক্লিনার হিসেবে কাজ শুরু করেন তিনি। ক্লিনারের কাজ করাটা তার ইচ্ছে ছিল না। তবে যথাসময়ে ফরম জমা না দেওয়ায় তিনি কাঙ্ক্ষিত পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি।

আবার বেকার থাকাটাও তার সইছিল না। তাই নাইজেরিয়ার কাবো এয়ারে নেন ক্লিনারের চাকরি। দিনে ২০০ নাইজেরিয়ান মুদ্রা পারিশ্রমিক পেতেন আবু  বকর। কাজে সন্তুষ্ট হয়ে তাকে গ্রাউন্ড স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানেও অসামান্য পরিশ্রম করেন তিনি।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবার আবু বকরের কাজে সন্তুষ্ট হয়ে তাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজের আবেদন করার সুযোগ দেয়। নিয়োগ পেয়ে এই পদেও দক্ষতা দেখান। তার বেতন বাড়তে থাকে হুহু করে।

বকর তার অর্থ বিপথে অপচয় করেননি। তিনি ভাবতে থাকতেন তার স্বপ্নের কথা। কোম্পানির সিইওকে জানান, পাইলট হতে চান।

আবু বকরকে কানাডায় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দেওয়া হয়। তিনি সফলভাবে প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স পেতে সক্ষম হন। তবে এখানে থেমে যাননি বকর। কানাডা থেকে পুনরায় বাণিজ্যিক লাইসেন্স অর্জন করেন। পরবর্তীতে নিয়োগ পান  আজমান এয়ারের ক্যাপ্টেন হিসেবে। আজমান এয়ার টুইটারে আবু বকরের ছবি পোস্ট করে তাকে অভিনন্দিত করেছে।

খবর সেইলনডেইলিনিউজ।

নাইজেরিয়া পাইলট


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর