Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধূমপায়ীদের কেন ফুসফুস দান করা উচিত নয়? (ভিডিও)


১৯ নভেম্বর ২০১৯ ১৭:১৬

মৃত্যুর পরে দেহদান বা অঙ্গদান নিঃসন্দেহে উদার সিদ্ধান্ত। তবে নিজ দেহের অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা জেনে তা কাউকে দান করা উচিত। যেমন সিগারেট খেয়ে পুড়িয়ে ফেলা ফুসফুস অন্যকে দান করা মানে জীবনদান নয় বরং মৃত্যুকেই ত্বরান্বিত করা। খবর এনডিটিভির।

সম্প্রতি চীনে ইউকসি পিপলস হসপিটালে এক ব্যক্তি তার ফুসফুস দান করেন। তবে ৩০ বছর ধরে সিগারেটের ধোঁয়া সহ্য করা তার ওই ফুসফুস রুগ্ন ও কালচে দেখাচ্ছিল। ৫২ বছর বয়স্ক ওই ব্যক্তির ফুসফুস অন্য কাউকে প্রতিস্থাপন করতে রাজি হননি ডাক্তাররা।

ডাক্তার চেন জিয়াংগু এবং তাদের অঙ্গ প্রতিস্থাপনকারী দল এই ফুসফুস নিয়ে গবেষণা করছেন। এটি রোগীর দেহে প্রতিস্থাপন করলে তার লাং ক্যালসিফিকেশন, বুলোস লাং ডিজিস এবং পালমোনারি এমফাইসেমার মতো রোগ হতে পারে।

ডাক্তার জিয়াংগু আরও বলেন, আমার দল এই ফুসফুসের প্রতিস্থাপন করতে অস্বীকার করছে। যদি কোনো ব্যক্তি ভীষণ সিগারেট খান, বেশিই ধূমপান করেন তাহলে তাদের ফুসফুস কখনই অন্য কাউকে দান করা উচিত নয়।

ধূমপান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর