Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

০২-০২-২০২০, কেন এটি বিশেষ দিন?


২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৯

আজকের দিনটি হয়ত আপনার বা আমার কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে না। তবে গণিতপ্রেমীদের কাছে এই দিনটির (দিন-মাস-বছর) গাণিতিক বিন্যাস ব্যতিক্রম কিছু। কারণ শেষ ৯০৯ বছর আগে এমন একটি প্যালিনড্রোম ডে এসেছিল ক্যালেন্ডারে। খবর সিএনএনের।

প্যালিনড্রোম হলো এমন কোনও সংখ্যা বা বিভাগ, যা শেষ বা পিছন থেকে লেখা হলে একই সংখ্যা গঠন করবে। তাই আজ, ফেব্রুয়ারির ২ তারিখ, ২০২০ সাল একটি প্যালিনড্রোম ডেট। এর আগে আট-অঙ্কের প্যালিনড্রোমটি ছিল ১১-১১-১১১১। ৯০৯ বছর আগে এই তারিখ এসেছিল।

এই শতাব্দীতে এমন একটি পারফেক্ট প্যালিনড্রোম আর দেখা যাবে না। সে হিসেবে, পরবর্তী প্যালিনড্রোম তারিখটি হবে ১২-১২-২১২১ অর্থাৎ ১০১ বছর পর। এর পরেরটি আসবে ০৩-০৩-৩০৩০ সালে।

এই দিনটি স্মরণীয় করে রাখতে অনেকেই বিশেষ পরিকল্পনা নিয়েছেন। কেউ কেউ বিয়ে করে জীবনসঙ্গী বেছে নিয়েছেন।

প্যালিনড্রোম প্যালিনড্রোম তারিখ প্যালিনড্রোম সংখ্যা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর