Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম রোকেয়া দিবস আজ


৯ ডিসেম্বর ২০১৭ ০৯:১১

সারাবাংলা ডেস্ক

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনে দেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া । রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর স্মরণে প্রতি বছরের মতো এবারও বাংলদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে আজ সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আজ সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করেছে একক বক্তৃতা অনুষ্ঠানের। আজ বিকেল ৪টায় একাডেমির শামসুর রাহমান কক্ষে ‘বেগম রোকেয়া: প্রথম নারীবাদী’ বিষয়ে বক্তৃতা দেবেন বাংলা একাডেমির ফেলো অধ্যাপক গোলাম মুরশিদ।

এদিকে বিপ্লবী নারী সংহতি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে।  এ ছাড়া সমাবেশের আয়োজন করা হয়েছে রোকেয়া হলের গেটে ।

 

বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোকেয়া দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান। সূত্র: বাসস

সারাবাংলা/এসআস/আইজেকে

 

বেগম রোকেয়া রোকেয়া দিবস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর