বিজ্ঞাপন

ফিট হয়েই আয়ারল্যান্ডে গিয়েছিলাম: তাসকিন

August 12, 2018 | 5:27 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় চোট পেয়েছিলেন পিঠে। এরপর অনেক দিন আর নামতে পারেননি মাঠে, আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য ছিলেনই না। এর মধ্যে চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন, ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে সুযোগও পেয়েছিলেন। কিন্তু ওই ম্যাচেই আবার চোট পেয়েছেন হাতের তালুতে। মাঝপথেই ফিরতে হয়েছে দেশে। তাহলে কি চোট নিয়েই গিয়েছিলেন আয়ারল্যান্ডে। তাসকিন অবশ্য দাবি করলেন, এমন কিছু হয়নি। ফিট হয়েই গিয়েছিলেন দলের সঙ্গে।

বার বার চোটে পড়তে হচ্ছে বলে তাসকিনকে নিয়ে প্রশ্ন উঠছে। আয়ারল্যান্ড সফরে পাওয়া চোটটা তাসকিন ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমার ব্যাকে মেজর ইনজুরি ছিল। এর মধ্যেই অনুশীলনের মাঝখানে আমার হাত ফেটে গিয়েছিল, তখন সাতটা সেলাই লেগেছিল। তারপর হাত শুকানোর পর আয়ারল্যান্ডে যাওয়ার পর আবার ব্যাক ইনজুরি সমস্যা করছিল। পরে ব্যথা সেরা যাওয়ার পর ফিটনেস টেস্ট দিয়ে চার নম্বর ওয়ানডেটা খেলতে পেরেছিলাম, পাঁচ ওভার বল করেছিলাম। একই ম্যাচে থার্ড ম্যানে ফিল্ডিং এর সময় বল থ্রো করতে গিয়ে হাতটা আবার ফেটে যায়।’

তাসকিন আরও জানালেন, ‘তখন হাতে সাতটা সেলাই লেগেছিল, এবার দুইটি সেলাই। হাতের তালুর দিকটায় বল লেগে ফেটে গিয়েছে। এটা আসলে আমার দুর্ভাগ্য বলা যায়। একই জায়গায় আগে ব্যথা পেয়েছিলাম, এখন আবার সেই জায়গাতেই ফাটলো।’

বিজ্ঞাপন

তাসকিনের দাবি, তিনি আয়ারল্যান্ডে বেশ ছন্দেই ছিলেন, ‘সত্যি কথা বলতে, আমি ভালো ছন্দে ছিলাম। বোলিং কোচ চাম্পাকা অনেক সন্তুষ্ট ছিল আমার বোলিংয়ে। আমি ব্যক্তিগতভাবে নিজের বোলিংয়ে খুশি ছিলাম। কিন্তু ইনজুরি হয়েছে, এখন কিছু করার নেই। এখন পাঁচ-সাতদিনের মধ্যে সেলাই খোলার কথা। আর সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে আমি ফিরতে পারব।‘

কিন্তু পিঠ আর হাতের এই চোটটা পুরোপুরি না সেরেই কি আয়ারল্যান্ডে গিয়েছিলেন? তাসকিন তা স্বীকার করলেন না, ‘আমার মূলত ব্যাক ইনজুরি ছিল। সেই ইনজুরি থেকে আমি এখন প্রায় ফিট বললেই চলে। আমি সহজেই বোলিং করতে পারছিলাম। যদিও আমাকে কিছুটা মানিয়ে নিতে হচ্ছিল। ইঞ্জেকশনের পর আমি রিহ্যাব করেছিলাম। আমি আনফিট হয়ে আয়ারল্যান্ডে যাইনি। ফিট অবস্থায় গিয়েছিলাম।’

আপাতত এই চোট কাটিয়ে দ্রুত ফিরতে চান মাঠে। সেজন্য তাসকিন চাইছেন পরিচিত সবার দোয়া ও শুভকামনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন