বিজ্ঞাপন

ফিফার শাস্তি পেলো মোহামেডান-শেখ রাসেল

May 21, 2018 | 8:33 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকাঃ অনুরোধেও কাজ হলো না। বিদেশি কোচ ও ফুটবলারকে বকেয়া বেতন না দেয়ায় মোহামেডান ও শেখ রাসেলকে শাস্তি দিলো ফিফা। ফুটবলের আন্তর্জাতিক সংস্থার নির্দেশে দুই দলের তিন পয়েন্ট কর্তন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিদেশি কোচ ও ফুটবলারকে বকেয়া বেতন না দেয়ায় মোহামেডান ও শেখ রাসেলের অর্জিত পয়েন্ট থেকে তিন পয়েন্ট কাটার নির্দেশ দিয়েছিলো ফিফা।

মোহামেডান তাদের নাইজেরিয়ান কোচ এমেকার বেতনসহ জরিমানার ২২ হাজার ডলার ফিফার মাধ্যমে পরিশোধ করেছে। শেখ রাসেলও তাদের সার্বিয়ান ফুটবলারের বকেয়া সাড়ে চার হাজার ডলার দিয়ে দিয়েছে এরই মধ্যে। দুটি ক্লাবই তাদের বকেয়া পরিশোধের পর পয়েন্ট কর্তন থেকে বিরত রাখার অনুরোধ করে।

বিজ্ঞাপন

বাফুফের মাধ্যমেই ফিফার কাছে আবেদন করে ক্লাব দুটি। সেই আবেদন আমলে নেইনি ফিফা। পয়েন্ট কর্তনের নির্দেশ দেয়।

এ কারণেই বাফুফের পেশাদার লীগ কমিটির সোমবারের (২১ মে) বৈঠকে গত বিপিএলের পয়েন্ট টেবিল অনুমোদিত হয়েছে দুই ক্লাবের পয়েন্ট করেই। তবে টেবিলে অবস্থান অপরিবর্তিত থাকছে দুই দলের।

কর্তন হওয়ার পর লিগ শেষে ২২ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৯। সাদা-কালোরা আছে পাঁচ নম্বরে। সমান ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা শেখ রাসেলের সংগ্রহ ২৪।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন