বিজ্ঞাপন

ফ্রান্স-ক্রোয়েশিয়ার পরবর্তী প্রতিপক্ষ কারা

July 17, 2018 | 4:00 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ শেষ। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। নিজেদের ফুটবল ইতিহাসে রূপকথা লিখে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ক্রোয়েটরা। আর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরাসিরা। বিশ্বকাপের জ্বর শেষে অনেকেরই আগ্রহ বিশ্ব চ্যাম্পিয়ন আর রানার্সআপরা এরপর খেলবে কার বিপক্ষে।

ফ্রান্স:
১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ীরা ২০ বছর পর আবারো একটি শিরোপা জিতেছে। নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী প্রতিপক্ষ এই বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা আইসল্যান্ড। আগামী ১১ অক্টোবর ফরাসিদের মুখোমুখি হবে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে রুখে দেওয়া আইসল্যান্ড। ম্যাচটি কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে সেটা জানানো হয়নি।

ক্রোয়েশিয়া:
এই বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার পরবর্তী প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আগামী ৭ সেপ্টেম্বর পর্তুগালের মাঠে নামবে ক্রোয়েটরা। এস্তোদিয়ো আলগারভেতে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

পর্তুগিজদের বিপক্ষে খেলার পর ক্রোয়েশিয়ার পরের ম্যাচটি জর্ডানের বিপক্ষে। আগামী ১৫ অক্টোবর এই ম্যাচটি হবে। তবে, ম্যাচটি কোথায়, কখন শুরু হবে তা জানানো হয়নি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন