বিজ্ঞাপন

‘বঙ্গবন্ধুর খুনিরা আবারও বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে’

August 15, 2018 | 10:51 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপি-জামায়াত জোটের চেহারায় বঙ্গবন্ধুর খুনিরা আবারও বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করে‌ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৪ দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় নাসিম ব‌লেন, ‘আমি একটি কথা বলতে চাই। এই বঙ্গবন্ধুর খুনি, একাত্তরের ঘাতক দালাল এখনও সক্রিয় রয়েছে। বিএনপি-জামায়াত জোটের চেহারার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারা আবারও আবির্ভূত হয়েছে। তারা এখনও গণতন্ত্রকে ধ্বংস করে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চক্রান্ত করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

সরকারের এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট প্রথম প্রহরে কিছু বিশ্বাসঘাতক বেঈমান খন্দকার মোশতাক, জিয়াউর রহমানের চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের প্রায় সবাইকে হত্যা করেছিল। তারা জাতীয় নেতাদের হত্যা করেছিল। বাঙালি জাতির কয়েক যুগ ধরেই এই খুনিদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে, ধিক্কার দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর শোককে শক্তিতে পরিণত করে ৩৩ বছর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে তবেই বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়েছি। সব হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করেছেন। এরই মধ্যে অনেকের দণ্ড কার্যকর হয়েছে। আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, যারা পলাতক আছে তাদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার।’

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি, একাত্তরের ঘাতক-দালালরা এখনও সক্রিয়। তারা এখনও চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু তাদের কোনো চক্রান্তই সফল হবে না। কেননা, বাংলার জনগণ এখন জাগ্রত। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আবারও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইনশাল্লাহ জয় লাভ করবে। ওই বিএনপি-জামাত জোটের চক্রান্ত চূড়ান্তভাবে পরাজিত হবে।’

সারাবাংলা/এমএমএইচ/টিআর

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন