বিজ্ঞাপন

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ৩ দিন পিছিয়ে ৭ মে

April 25, 2018 | 2:21 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় তিন দিন পিছিয়ে আগামী ৭ মে নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) সকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট : সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ মে উৎক্ষেপণের যে তারিখ নির্ধারিত রয়েছে, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।

বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে মোস্তফা জব্বার আরও জানান, বুধবার বিটিআরসি চেয়ারম্যান শাহাজান মাহমুদকে জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারনে যথাসময়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না বলে যুক্তরাষ্ট্রে স্যাটেলাইটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন।

সারাবাংলা/এসও/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন