বিজ্ঞাপন

বন্দরে দুর্নীতি, নৌ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির ক্ষোভ

August 19, 2018 | 8:05 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নৌ বন্দরগুলোর কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটি। একইসঙ্গে পায়রা বন্দর, চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যক্রমে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম।

বৈঠকে সামুদ্রিক অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে অন্যান্য খাতের মতো জিওবি থেকে সহজ শর্তে জাহাজ নির্মাণ খাতে ঋণ এবং অনুদান দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করার সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

কমিটি সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায় এবং মমতাজ বেগম বৈঠকে অংশ নেন।

আগামী ২০২৫ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে ওভার ফ্লো কনটেইনার টার্মিনাল, বে টার্মিনালে ডেলিভারি ইয়ার্ড, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, লালদিয়া মাল্টিপারপাস টার্মিনাল, বে-টার্মিনাল ফেইজ-১ এবং মাতার বাড়ি পোর্ট প্রকল্পগুলো বিভিন্ন মেয়াদে শেষ হবে বলে সংশ্লিষ্টরা অবহিত করেন।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন