বিজ্ঞাপন

বন্দুকধারীর হামলায় টরেন্টোতে নিহত ১

July 23, 2018 | 10:43 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

কানাডার টরেন্টোতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ১ নারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৩ জন। রোববার (২২ জুলাই) রাতে ডানফোর্থে এই ঘটনা ঘটে। এছাড়া, পুলিশের গুলিতে বন্দুকধারী নিজেও নিহত হন।

আক্রান্ত হওয়া পথচারীরা গুলির শব্দে চিৎকার করছিলেন ও ছড়িয়ে ছিটিয়ে পড়ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রাথমিকভাবে হামলাকারীর উদ্দেশ্য জানা যায়নি। হামলা চালাতে তাকে একটি রাইফেল ব্যবহার করতে দেখা গেছে। সে অন্তত ২০ টি গুলি ছুড়েছিল।

বিজ্ঞাপন

মেয়র জন টরি ঘৃণ্য এই হামলায় ক্ষোভ জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, এধরনের কাপুরুষোচিত হামলা টরেন্টোর প্রাণোচ্ছলতায় ব্যতয় ঘটাতে পারবে না। নির্দোষ পরিবারগুলো ও এই শহরের ওপর হামলা নিন্দনীয়।

আক্রান্ত ডানফোর্থ লোগান এভিনিউর পাশেই গ্রিক রেঁস্তোরার এক মালিক বলেন, তার একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এখানে অনেক রক্ত ঝরেছে।

জন কিলিয়ানস নামের আরেক বাসিন্দা বলেন, এখানে এখন আর কেউই নিরাপদ নয়।

বিজ্ঞাপন

কানাডায় আগ্নেয়াস্ত্রের সহিংসতা পশ্চিমা অনেক দেশের তুলনায় কম। তাই প্রকৃত ঘটনা আঁচ করতে সবাইকে বেগ পেতে হচ্ছে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন