বিজ্ঞাপন

‘বমি’ সমস্যার সমাধান করেছেন মেসি

March 20, 2018 | 4:32 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

একাধিকবার ম্যাচ খেলতে গিয়ে মাঠেই বমি করেছিলেন লিওনেল মেসি। তার বমি রহস্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল বিশ্ব ফুটবলে। রাশিয়া বিশ্বকাপের আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে মেসি জানালেন তার বমি করার কারণ।

২০১৪ সালে রোমানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে বার্সেলোনার সুপারস্টারকে বমি করতে দেখা গিয়েছিল। বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার মাঠ লাজ পাজেও বমি করেছিলেন মেসি। সেই মাঠটি ছিল বিশ্বের সবথেকে উঁচু মাঠগুলোর একটি।

মেসি জানান, ‘আমি জানি না কোন খাবার খাওয়ার কারণে আমি বমি করেছিলাম। কিন্তু বুঝতে পেরেছিলাম যে, আমার পাকস্থলিতে কোন সমস্যা হয়েছে। ছোটবেলা থেকেই ঠিকমত পুষ্টিকর খাবার না খাওয়ার কারণেই এটা হয়েছে। ২২-২৩ বছর বয়সে আমি সবকিছুই খেতাম। চকলেট, আলফাজোর (ল্যাটিনদের ঐতিহ্যবাহী একটি খাবার), বিভিন্ন ধরনের পানীয় সহ অন্যান্য প্রায় সবকিছুই খেতাম। এখন আমি ভালো কিছু খাই। মাছ, মাংস, সালাদ, সবজি। সবকিছুই সঠিকভাবে খাই। মাঝে মাঝে ওয়াইন পান করি, সেটা আমার খুব একটা সমস্যা তৈরি করে না।’

বিজ্ঞাপন


আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র আরও জানান, ‘সত্যি কথা বলতে এখনো সব খাই, কিন্তু একটা নিয়মের ভেতর দিয়ে, যেটা আগে ছিল না। যদি আমাকে এক গ্লাস মদ দেওয়া হয়, তাহলে আমি সেখান থেকে শুধু এক চুমুকই খাই। একটা সময় আসে যখন আপনাকে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে করতে হয়।’

রাশিয়া বিশ্বকাপে মেসি বাহিনী খেলবে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের বাকি দলগুলো হলো নাইজেরিয়া, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া। আসন্ন মেগা ইভেন্টে বমির সমস্যা হবে কি না জানতে চাইলে মেসি বলেন, ‘খাবারের অভ্যাস পরিবর্তন করার ফলে আমার ভেতর অভাবনীয় পরিবর্তন দেখতে পেরেছি, বিশেষ করে বমির ক্ষেত্রে। এই সমস্যা কাটিয়ে উঠতে খাবারের নতুন অভ্যাসের সাথে মানিয়ে নিয়েছি। আশা করছি ঐ রকম ব্যাপার আর ঘটবে না।’

রাশিয়ায় বিশ্বমঞ্চে খেলতে নামার আগে আর্জেন্টিনা খেলবে ইতালি এবং স্পেনের বিপক্ষে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন