বিজ্ঞাপন

বর্তমান অবস্থায় খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য: সিইসি

February 19, 2018 | 3:10 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘বর্তমান অবস্থায় খালেদা জিয়া নির্বাচনের যোগ্য নন। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

‘আইনি জটিলতার সমাধান করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন’ বলে আশা প্রকাশ করেন সিইসি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে আসেন কে এম নুরুল হুদা। ২৫ মিনিটের সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না জানতে চাইলে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে সিইসিকে স্বাগত জানান, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন।

রেজিস্ট্রার জেনারেল ওই সময় জানান, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই মূলত প্রধান নির্বাচন কমিশনার এসেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এজেডকে/এমএইচ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন