বিজ্ঞাপন

বাংলাদেশের সংগ্রহ ১৭৩

September 21, 2018 | 6:57 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত এশিয়া কাপের দুই ফাইনালিস্ট বাংলাদেশ-ভারত। সেবার বাংলাদেশকে হারিয়ে শিরোপা নিয়েছিল টিম ইন্ডিয়া। এই আসরের সুপার ফোরের ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। ৪৯.১ ওভার শেষে বাংলাদেশ সব উইকেট হারিয়ে তুলেছে ১৭৩ রান।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের ইনিংস শুরু করেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। ইনিংসের পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ-ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে কেদার যাদবের তালুবন্দি হন লিটন (৭)। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে আর মাত্র ১ রান যোগ হতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। জাসপ্রিত বুমরাহর বলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন ৭ রান করা শান্ত।

এরপর জুটি গড়েন সাকিব-মুশফিক। ইনিংসের দশম ওভারে বিদায় নেন মাত্রই হাত খুলে রানের চাকা ঘোরাতে থাকা সাকিব। জাদেজার আগের দুই বলে বাউন্ডারি হাঁকানো সাকিব ধরা পড়েন ধাওয়ানের হাতে। তার আগে ১২ বলে তিনটি বাউন্ডারিতে করেন ১৭ রান। পাওয়ার প্লের ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৪/৩। ১৬তম ওভারে জাদেজার বলে এলবির ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন (৯)। দলীয় ৬০ রানের মাথায় বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়।

বিজ্ঞাপন

১৮তম ওভারের শেষ বলে বিদায় নেন মুশফিকুর রহিম। জাদেজার বলে যুভেন্দ্র চাহালের তালুবন্দি হওয়ার আগে মুশফিক ৪৫ বলে করেন ২১ রান। দলীয় ৬৫ রানে টপঅর্ডারের পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ থিতু হয়ে ব্যাট করতে থাকেন। কিন্তু, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ভুবনেশ্বর কুমারের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। ১০১ রানের মাথায় বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায়। রিয়াদ ৫১ বলে তিনটি বাউন্ডারিতে করেন ২৫ রান। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতেই ফেরেন মোসাদ্দেক হোসেন। জাদেজার বলে উইকেটের পেছনে ধোনির গ্লাভসবন্দি হওয়ার আগে মোসাদ্দেক ৪৩ বলে করেন ১২ রান।

৬৬ রানের জুটি গড়েন মাশরাফি-মিরাজ। ৪৭তম ওভারে ভুবনেশ্বর কুমারকে পর পর দুই বলে ছক্কা হাঁকিয়ে তৃতীয় বলে জাসপ্রিতের হাতে ধরা পড়েন ম্যাশ। দলীয় ১৬৭ রানের মাথায় বাংলাদেশ হারায় অষ্টম উইকেট। বিদায়ের আগে মাশরাফি ৩২ বলে দুই ছক্কায় করেন ২৬ রান। নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। বুমরাহর বলে ধাওয়ানের তালুবন্দি হওয়ার আগে মিরাজ ৫০ বলে দুই চার আর দুই ছক্কায় করেন ৪২ রান। মোস্তাফিজ ৩ রান করেন।

ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ তিনটি আর ভুবনেশ্বর তিনটি উইকেট নেন। স্পিনার রবীন্দ্র জাদেজা চারটি উইকেট পান।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নামে দুই দল। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে ভারত। আর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারত প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের বিপক্ষেও জিতেছিল বড় ব্যবধানে।

বাংলাদেশ-ভারত ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। খেলা দেখার জন্য ওয়েবসাইটটি ভিজিট করুন: https://www.rabbitholebd.com/

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, যুভেন্দ্র চাহাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন