বিজ্ঞাপন

বাণিজ্যমেলায় কারুশিল্পে ক্রেতাদের ঝোঁক

January 19, 2019 | 8:54 pm

।। জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাণিজ্যমেলায় ঐতিহ্যবাহী শিল্পের প্রতি ঝুঁকছে মানুষ, ব্যাপক আগ্রহভরে হাতের তৈরি বিভিন্ন পণ্য দেখছেন ক্রেতা দর্শনার্থীরা। শুধু যে দেখছেন, তা নয় সাধ্যমতো কিনছেনও তারা। ফলে উৎসাহিত হচ্ছেন উদ্যোক্তারা। শনিবার (১৯ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায় এমন চিত্র।

বাঁশ, কাঠ, খড় আর পাটসহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণে আকর্ষণীয় প্যাভেলিয়ন নিয়ে মেলায় অংশ নিয়েছেন শতরঞ্জির প্যাভেলিয়ন ‘কারুপণ্য’। এই কারুপণ্যের প্রধান কার্যালয় রংপুরের গুপ্তপাড়ায়। প্রত্যেক বছরই বাণিজ্য মেলায় অংশ নেয় কারুপণ্য। এর মধ্য দিয়ে দেশ ও বিদেশের কাছে তুলে ধরা হয় রংপুরের ঐতিহ্য কারুশিল্পকে।

বিজ্ঞাপন

প্যাভেলিয়ন ঘুরে দেখা যায়, নানা জাতের শতরঞ্জির কার্পেট, ওয়ালম্যাট, পাপস, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, জামা, ব্যাগসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। ক্রেতাদের আকর্ষণ করছে এসব পণ্য। ক্রেতাদের আরও বেশি আকর্ষণ করতে ছাড়ও দিয়েছে কর্তৃপক্ষ। ফ্লোর ম্যাট দু’টি কিনলে দেখা হচ্ছে একটি ফ্রি। আবার অন্যান্য পণ্যের ক্ষেত্রে দেওয়া হয়েছে ৫০ শতাংশ ছাড়।

কারুপণ্যের কো-অর্ডিনেটর আশিকুর রহমান রোমেল সারাবাংলাকে বলেন, ‘মেলায় অংশ নিয়ে আমরা বেশ খুশি। কেননা শুরু থেকেই ক্রেতাদের বেশ সাড়া মিলছে। প্রতিদিন যে পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে এতে আমরা আশাবাদী। মেলার শেষ দিকে আরও বেশি বিক্রি বাড়বে।’

বিজ্ঞাপন

তিনি জানান, আমাদের যে পণ্য সেগুলো সমাজের সব স্তরের মানুষের প্রয়োজনই মেটাতে পারে। সবার পছন্দসই পণ্য নিয়েই আমরা মেলায় হাজির হয়েছি।’

মিরপুর-১ নাম্বাররের নতুন বাজার এলাকা থেকে মেলায় আসা গৃহিনী মিনি বেগম জানান, বাণিজ্য মেলায় শতরঞ্জি কিনতেই এসেছেন তিনি। কেননা মেলায় সবচেয়ে লেটেস্ট শতরঞ্জিগুলো পাওয়া যায়।

বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘দুটি ফ্লোর ম্যাট কিনেছি। এগুলো আমাদের দেশীয় ঐতিহ্য। শিল্পীর হাতে ছোঁয়া রয়েছে এসব শতরঞ্জিতে। তাই এগুলো কেনার মজাটাই আলাদা।’

সারাবাংলা/জেজে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন