বিজ্ঞাপন

বারীকন্যা এলমা সিদ্দিকীর প্রথম অ্যালবাম

April 26, 2018 | 5:21 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

লোকধারার গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। তার একমাত্র কন্যা এলমা সিদ্দিকী। সংগীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

বারীকন্যা এলমা সিদ্দিকী

প্রকাশ হচ্ছে তার গাওয়া দুটি গান, সঙ্গে মিউজিক ভিডিও। এলমা সিদ্দিকীর অ্যালবামের শিরোনাম ‘ভালোবাসার পরে’। ২৭ এপ্রিলের পর অন্তর্জালে গান দুটি আসবে বাংলাঢোলের ব্যানারে।

বিজ্ঞাপন

গান দুটির শিরোনাম হলো ‘বারুদমাখা ঘরে’ এবং ‘আমি কি আর’। দুটি গানই লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। এর মধ্যে  ‘বারুদমাখা ঘরে’ গানটির ‍সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। প্লাবণ কোরেশীর সুরে ‘আমি কি আর’ গানটির সংগীতায়োজন করেছেন পংকজ।

লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এখন দেশে আছেন এলমা। অভিষেক অ্যালবাম নিয়ে এলমা বলেন, ‘অ্যালবাম করার পরিকল্পনা ২০১২ সাল থেকে। বাবা কিংবা আমি এ ব্যাপারে তাড়াহুড়ো করতে চাইনি। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আনন্দিত হতেন।’

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন